নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ৮,এপ্রিল :: রাজ্য সরকারের বেনজির দুর্নীতির ফলে ২৬ হাজার শিক্ষকের কর্মচ্যুতির দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের এক নম্বর সিপিএমের এরিয়া কমিটির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে পথ মিছিলের মধ্য দিয়ে নলাবরা বাজারে পৌঁছায়।
সেখান থেকে পথসভা শুরু হয়। এই পথসভায় বক্তব্য রাখেন কমরেড হামাল উদ্দিন আহমেদ, কমরেড শফিকুল ইসলাম সরদার, আনছার সরদার প্রমুখ। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকরা।
এই পথসভা থেকে মুখ্যমন্ত্রীর একদিকে যেমন পদত্যাগের দাবি তোলেন অন্যদিকে চাকরিচ্যুত যোগ্য শিক্ষকদের অবিলম্বে চাকরিতে ফেরানোর বার্তা দেন তা নাহলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারি দেন।