ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু এক যুবকের

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: সোমবার ১২,মে :: ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক যুবকের। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা অন্তর্গত পানাকুয়া এলাকার ঘটনা। মৃতের নাম গোবিন্দ পাঁজা (৩২)। পুলিশ সূত্রে খবর, ওই রাতে শঙ্কর ধাড়া নামে স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এক দল দুষ্কৃতী।

পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের ধাড়া পাড়ায় ওই ব্যবসায়ীর বাড়ি। মুরগির পাইকারি কারবার করেন তিনি। বিভিন্ন জায়গা থেকে নিয়মিত ব্যবসার টাকা কালেকশন করার জন্য দেবাশিস পরামাণিক নামে এক কর্মী আছেন।শঙ্করের দাবি, রোজই বাজার থেকে টাকা তুলে এনে তাঁর বাড়িতে দিয়ে যান দেবাশিস। উপর থেকে শঙ্করের স্ত্রী বা মেয়ে ব্যাগ ঝুলিয়ে দিলে তিনি তাতে টাকা দিয়ে দেন।

ব্যবসায়ী শঙ্কর ধাড়ার অভিযোগ গত এক মাস আগেও তার দোকান থেকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট করা হয় ১২ লক্ষ টাকা।, এবার তার বাড়ি থেকেই লুট করা হয়েছে ছয় লক্ষ টাকা। বাধা দিতে গেলে গুলিতে মৃত্যু হয় স্থানীয় এক ব্যক্তির ।

আতঙ্কে ব্যবসা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি ।পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার বাসীর অভিযোগ ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে মাত্র এক কিলোমিটার এর মধ্যে রয়েছে নেপালগঞ্জ পুলিশ ফাঁড়ি। তারপরেও পুলিশের দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত । বাইকে মুখে মাস্ক পরে এসেছিলেন ৪ ছিনতাই বাজ।

গুলিতে রাস্তার ধারে লুটিয়ে পড়েন গোবিন্দ পাঁজা ওই সুযোগে পালিয়ে যায় ছিনতাই বাজেরা।গোবিন্দ কে কলকাতায় নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।যদিও এ নিয়ে থানায় অভিযোগ জানাননি শঙ্কর। তাঁর দাবি, এর আগেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেই সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ।

আর এ বার গুলি চলায় ভয়ই পেয়ে গিয়েছেন। বরং এমন চলতে থাকলে ভয়ে ব্যবসা বন্ধ করে দিতে হবে বলে জানান শঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =