সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: সোমবার ০৪,মার্চ :: দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হলেও বিপরীত চিত্র উত্তরবঙ্গ জুড়ে। বিশেষ করে পাহাড়ে শীতের প্রভাব বিরাজমান। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা এখনো ১১ থেকে ১২ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। এই সুন্দর আবহাওয়া পর্যটকদের কাছে অত্যন্ত মনোরম হয়ে উঠেছে।
অনেকেই পাড়ি দিচ্ছেন দার্জিলিং । পর্যটন কেন্দ্র দার্জিলিং পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। রবিবার ছুটির সন্ধ্যায় দার্জিলিং জুড়ে খালি পর্যটকদের সমাগম। বিশেষ করে চৌরাস্তা , ম্যালে প্রচুর পর্যটকদের সমাগম । অনেকেই ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন দার্জিলিং। বিদেশি পর্যটকদেরও দেখা মিলেছে।
দক্ষিণ বঙ্গ সহ গোটা দেশ থেকেই প্রচুর পর্যটক পাড়ি দিয়েছেন দার্জিলিং। বেশিরভাগ স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে , তাই ছুটির মুহূর্তগুলোকে উপলব্ধি করতে অনেকেই পরিবার সমেত পাড়ি দিয়েছেন শৈল শহর দার্জিলিঙে। শৈল রানী দার্জিলিং ও সাদরে অভ্যর্থনা জানিয়েছে পর্যটকদের। মনোরম আবহাওয়া , অসাধারণ প্রাকৃতিক অনুভূতি সবমিলিয়ে দার্জিলিং যেন পর্যটকদের কাছে ক্রমে ক্রমে স্বর্গ হয়ে উঠেছে।