নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: রবিবার ১৪,ডিসেম্বর :: বাইকের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হলো পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়ায়। মৃত ব্যক্তির নাম সমীর কুমার ঘোষ, বয়স আনুমানিক ৬২ বছর। বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে সাতগেছিয়ার মুন্সীডাঙ্গা এলাকায়।
পরিবার সূত্রে জানা যায় মৃত সমীর কুমার ঘোষ তাঁর ছেলে কে মেমারি স্টেশনে ট্রেনে তুলে দেওয়ার পর বাড়ি ফিরছিলো । ফেরার পথে মুন্সীডাঙ্গার কাছে রাস্তার ধারে দাঁড়িয়েছিল।
সেইসময় সাতগেছিয়ার দিক থেকে আসা একটি দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে, দুই বাইক আরোহী পরে যায়। গুরুতর আহত হয় সমীর কুমার ঘোষ।
স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে পাহাড়হাটী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। দেহ উদ্ধার করে মেমারি থানায় নিয়ে আসা হয়।
মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা যায় ওই দুই বাইক আরোহীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে বলে জানা যায়।

