ছেলের নামে এসআইআর নোটিশ, বিএলও-র বাড়িতে নোটিশ আনতে গিয়ে মৃত্যু বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ২৪,জানুয়ারি :: ছেলের নামে এসআইআর নোটিশ, বিএলও-র বাড়িতে নোটিশ আনতে গিয়ে মৃত্যু বৃদ্ধের । মাথাভাঙ্গায় মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য, কান্নায় ভেঙে পড়ল পরিবার |

মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের ২/১১৮ নম্বর বুথ এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ছেলের নামে আসা এসআইআর হেয়ারিং নোটিশ আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের।

মৃত ব্যক্তির নাম রহমান বস্তুদার (৬৫)। জানা যায়, তাঁর ছেলে আমিনুর রহমানের নামে এসআইআর-এর হেয়ারিং সংক্রান্ত নোটিশ আসে। সেই নোটিশ সংগ্রহ করতেই সোমবার সংশ্লিষ্ট বিএলও-র বাড়িতে যান রহমান বস্তুদার। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসআইআর নোটিশ নিয়ে বেশ কিছুদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন রহমান বস্তুদার। সোমবার নোটিশ আনতে গিয়েই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃতের বাড়িতে ভিড় জমান এলাকাবাসীরা। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে মৃতের বাড়িতে পৌঁছান স্থানীয় তৃণমূল নেতৃত্বরাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 13 =