ছেলে ধরা আতঙ্কে ভুগছেন অভিভাবক ও শিক্ষকেরা মালদহে – স্কুলে পড়ুয়াদের উপস্থিতি নগন্য

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৬,ফেব্রুয়ারী :: বিগত কয়েকদিন ধরে পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকায় ছেলে ধরার সন্দেহের নিয়ে একাধিক জায়গায় গুঞ্জন শুরু হয়েছে । আর এই গুঞ্জনকে কেন্দ্র করে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে । এছাড়া শুধু তাই নয় এর প্রভাব পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকার প্রাথমিক বিদ্যালয় গুলিতেও বিশেষভাবে প্রভাব দেখা দিয়েছে ।

যেমন প্রাথমিক স্কুলের বিদ্যালয় গুলিতে ছাত্র সংখ্যা কমতে শুরু হয়ে গেছে । অভিভাবকদের বক্তব্য ছেলে ধরা আতঙ্ক বিরাজ করছে তাদের মনে তাই স্কুলে পাঠাতে পারছেন না অনেকেই । এমনকি এই ঘটনার জন্য খুব প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদেরকে বাড়ি বাড়ি গিয়ে স্কুল পড়ুয়াদের নিয়ে আসার জন্য আবেদন জানান । যেন স্কুল পড়ুয়ারা স্কুলে আসুক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা বাড়ি বাড়ি গিয়ে থেকে আনতে দেখা গেল ।

                              স্কুলের প্রধান শিক্ষক :: সংবাদ প্রবাহ নিজস্ব চিত্র

আর এমন ঘটনাকে কেন্দ্র করে পুরাতন মালদার বাচামারি ম্যানেজ প্রাইমারি স্কুলে স্কুলের ছাত্র সংখ্যাই দেখা গেল আজকের দিনটাই কম। এই স্কুলের সংখ্যা প্রায় ৩০০ এর উপরে যদি ওই স্কুলের আজকে উপস্থিতি ৪০ জন তাহলে কি সত্যি ছেলেধরাও সন্দেহ সত্যি ঘটনা না গুজব ।

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন এই ধরনের কোন ঘটনার কোন আমরা সঠিক কোনো খবর পাইনি যদিও আমরা জানতে পেরেছি এই ধরনের একটা ঘটনা ঘটছে তবুও নিজে থেকে সতর্ক করার চেষ্টা করছি এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করছি যাতে তাদের ছেলেমেয়েদের কে স্কুলে পাঠান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 20 =