কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদহ :: গ্রাম জুড়ে কাপড়ের কারখানা। ছোট,মাঝারি বড় কারখানা রয়েছে গ্রামজুড়ে। গ্রামের মহিলা থেকে পুরুষ এই কারখানাতে কাপড় সেলাই এর কাজ করেন। আর তাদের সেলাই করা কাপড় চলে যায় এরাজ্যের বিভিন্ন জেলা ছাড়িয়ে ভিন রাজ্যে।
মালদা জেলার কালিয়াচক ১নং ব্লকের গয়েশবাড়ি,সুজাপুর ,চাষপাড়া সহ একাধিক গ্রাম এখন মিনি বস্ত্র কারখানার রূপ নিয়েছে। কোন সরকারি উদ্যোগে নয়। বেসরকারিভাবেই গড়ে উঠেছে এমন কারখানা।
একসময় এই গ্রামের পুরুষেরা মুমব্বাই,দিল্লী পাড়ি দিতেন। সেখান থেকে নিয়ে আসতেন জামা,নাইটি,চুরিদার সহ নিত্যদিন পরিধান করার সামগ্রী। তারপর তা ফেরী করতেন গ্রামে গ্রামে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে তাদের ব্যবসার পদ্ধতি।
এখন গ্রামেই কাপড় সেলাই করে তৈরী হচ্ছে জামা,নাইটি চুড়িদার, কুরতি, লেগিন্স, শীতের পোশাক সহ বাচ্চা দের বিভিন্ন ধরণের পোশাক তৈরী করা হচ্ছে।সহএকাধিক সামগ্রী।
শুধু কি তাই নানা ডিজাইনের জামা,চুরিদারও তৈরী হচ্ছে। গ্রামের হাল বদলে গেছে। গ্রামের মহিলারা অর্থ উপার্জন করছে। সুদিন ফিরেছে সংসারে। অভাব অনটনের সংসারে অর্থের জোগান করতে ভিন রাজ্যে শ্রমিকের কাজেও যেতেন গ্রামের বহু যুবক। এখন ভিন রাজ্যে শ্রমিকের কাজে যাওয়ার প্রবনতাও কমেছে।
কাপড় কারখানার কর্মী থেকে মালিক সকলের একটাই দাবী এমন ক্ষুদ্র গ্রাম্য শিল্পকে উৎসাহিত করুক সরকার। আর্থিকভাবে সাহার্য্যের ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করুক।