ছোটা ভীমের ‘ঢোলকপুর’-এর আদলে কালী পুজোর মন্ডপ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খাতরা :: মঙ্গলবার ২১,অক্টোবর :: প্রতি বছরেই খাতড়া শহরের কালীপুজোতে থাকে থিমের চমক। এবারও তার অন্যথা হয়নি বাঁকুড়ার খাতড়াই যেন জনপ্রিয় কার্টুন চরিত্র ‘ছোটা ভীম’-এর সেই ঢোলকপুর। চুটকি-রাজু-কালিয়া কিংবা দুষ্টু বাঁদর জগ্গুর কারবার ।

খাতড়া শহরের দাসের মোড় থেকে কংসাবতী স্কুলের কাছাকাছি পৌঁছলেই চোখে পড়বে ‘খাতড়া লিজেন্ডস্ ক্লাব’-এর পুজো মন্ডপে।এই মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে।এ গুলি হলো বাঁশ, কাপড়, খড় আর চট। মন্ডপসজ্জায় থাকছে বিভিন্ন আলোর খেলা যা দর্শনার্থীদের মন জয় করবে।

পুজোর উদ্যোক্তারা জানান এই বছরে আমরা বাচ্চাদের কথা ভেবেই ঢোলকপুরকে বেছে নিয়েছি। আজকাল বাচ্চারা ফোনে আসক্ত হয়ে যাচ্ছে। তাই তাদের কার্টুনের দুনিয়া, খেলাধুলোর আনন্দ ফিরিয়ে দিতে চাই।

ভীমের মতো সাহসী, ন্যায়পরায়ণ চরিত্র দেখে তারা যেমন অনেক কিছু শিখবে, তেমনই আনন্দও পাবে। আর সেই ভাবনা থেকেই আমাদের চলতি বছরের থিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =