নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৩,মার্চ :: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের দুটি ছোট্ট গ্রাম কৈশোর ও আলি গ্রাম, পরিচিত “টুপি গ্রাম” নামে। এই পরিচয়ের মূল কারণ এখানকার প্রায় প্রতিটি ঘরে চলে হাতে বোনা নামাজের টুপি তৈরির কাজ।
সুদক্ষ হাতে গ্রামের মহিলারা তৈরি করেন এই সুদৃশ্য ও পরিশ্রমসাধ্য টুপিগুলি, যা শুধুমাত্র দেশের বাজারেই নয়, ছড়িয়ে পড়েছে বাংলাদেশ, মুম্বাই, ফুরফুরা শরীফ থেকে আরব দুনিয়াতেও।
প্রায় ৪০ বছর ধরে চলে আসছে এই হস্তশিল্প। রিলের সুতো আর ক্রুসের নিপুণ কারুকাজে তৈরি এই টুপিগুলি যেমন শিল্পসম্মত, তেমনই শ্রমসাধ্য। প্রতিটি টুপি তৈরি করতে সময় লাগে দীর্ঘক্ষণ, অথচ তার বিনিময়ে মেলে মাত্র ১০৫ টাকা, যা নির্ভর করে টুপির নকশা ও আকারের উপর। পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক খুবই কম বলে আক্ষেপ করছেন এখানকার কারিগররা।
শিল্পীরা জানাচ্ছেন, বহুবার সরকারি সাহায্যের জন্য দরজায় আবেদন করলেও কোনো সাড়া মেলেনি। কোনো সরকারি প্রশিক্ষণ নেই, নেই আর্থিক অনুদান বা সহায়তার ব্যবস্থা।
অথচ এই শিল্পে সরকারি পৃষ্ঠপোষকতা এলে তা আরও প্রসারিত হতে পারত। বাড়তে পারত মজুরি, তৈরি হতে পারত নতুন কর্মসংস্থান। আজও এই টুপি শিল্প কৈশোর ও আলি গ্রামের মানুষের অন্যতম আয়ের উৎস।