ছোট কলাগাছি নদীর প্রায় ৫০ ফুট বাঁধ ভেঙে গেছে । সেখানে নদী বাধের কাজ শুরু হয়েছে যাতে বাঁধ রক্ষা করা যায় ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: শুক্রবার ৪,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সন্দেশখালি এই দুটি ব্লকে ভরা কটালে রায়মঙ্গল ছোট বড় কলা গাছি বিদ্যাদরি নদী একাধিক জায়গা বসে গেছে আবার ছোট কলাগাছি নদীর প্রায় ৫০ ফুট বাঁধ ভেঙে গেছে । সেখানে নদী বাধের কাজ শুরু হয়েছে যাতে বাধ রক্ষা করা যায় ।

এদের মধ্যে সন্দেশখালি এক ও দু নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের কাজে লাগিয়ে সেখানে কাজ চলছে, ইতি মধ্যে বেশ কয়েকটি গ্রামে নোংরা জল ঢুকে পড়েছে যার কারণে ক্ষতি হয়েছে প্রচুর চাষের জমি থেকে শুরু করে সবজি ফসল ।

নতুন করে যাতে বড় বিপদ না হয় তার জন্য সকাল থেকে নদী বাঁধের কাজ শুরু করেছে প্রশাসন।

কিন্তু নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ কংক্রিটের বাধ না হলে আমাদের জীবন জীবিকা ভিটে মাটি ছেড়ে দিতে হবে ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে জমি তাই কোন প্রাকৃতিক বিপর্যয় আসলে বিভিন্ন সময়ে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাই । আমরা চাই কংক্রিটের বাধ ।

পাশাপাশি নদী সংস্কার সন্দেশখালি সেচ দপ্তরের কর্মী পূর্ণেন্দু নাথ বলেন সামনেও ভরা কোটাল এর আগে সব কাজ সম্পন্ন হবে সকাল থেকে আমরা সন্দেশখালীর একাধিক জায়গায় নদীবাধে কাজ শুরু করেছি সেখানে যাতে বড় বিপর্যয় না হয় তার সব রকম ব্যবস্থা করে দিবারাত্র কাজ করে সেই নদীপথকে রক্ষা করার চেষ্টা করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 2 =