নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: সোমবার ২৭,নভেম্বর :: দূর্গা পূজা থেকে শুরু করে উৎসব মরসুমের শেষ উৎসব হল রাস পূর্ণিমা। জগদ্ধাত্রী পুজোর পরেই রাস উৎসবে মেতেছে নদীয়ার নবদ্বীপ এবং শান্তিপুর। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রাসযাত্রী ইতিমধ্যেই নবদ্বীপে প্রবেশ করেছে। শাক্ত এবং শক্তির মিলনস্থল এখন তীর্থ নগরী নবদ্বীপ। একমাত্র শ্রীচৈতন্য ভূমি নবদ্বীপেই অসংখ্য দেবদেবী পুজিত হন।

আগামী ২৯ নভেম্বর নবদ্বীপের রাসের কার্নিভাল। রাস উপলক্ষে ইতিমধ্যেই তীর্থযাত্রীদের জন্য বিভিন্ন জায়গায় যাত্রী আবাস করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। ব্যবস্থা করা হয়েছে বিশুদ্ধ পানীয় জল এবং মেডিকেল ক্যাম্পের। নবদ্বীপের রাস নির্বিঘ্নে করতে ইতিমধ্যেই পুলিস প্রশাসন তৎপর।