নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বুধবার ২৯,অক্টোবর :: জগদ্ধাত্রী পুজো মণ্ডপ উদ্বোধন করল রানাঘাটের অস্মিকা। নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি নবারুণ সংঘ ক্লাবের জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোট্ট অস্মিকা। সঙ্গে ছিলেন অস্মিকার বাবা,মা।
ঘূর্ণি নবারুণ সংঘ এবার তারা ৮৪ তম বর্ষে পদার্পণ করল। এ বছর তাদের মণ্ডপের থিম ‘”চাই না হতে উমা”। আর তাই ছোট্ট অস্মিকাকে কাছে পেয়ে খুশি ঘূর্ণি নবারুণ সংঘের সমস্ত সদস্যরা। এদিন অস্মিকার পূজো উদ্বোধন দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
ছোট্ট অস্মিকা সেলিব্রিটি না হলেও তাকে জগদ্ধাত্রী মন্ডপে হাজির করা ছিল পুজো উদ্যোক্তাদের প্রধান উদ্দেশ্য। তাই পুজো উদ্যোক্তাদের ডাকে সাড়া দিয়েছেন অস্মিকার মা ও বাবা।

