নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বৃহস্পতিবার ৩,জুলাই :: জগন্নাথ দেব আসার পর থেকেই দীঘার মাসির বাড়িতে যেন উৎসবের আমেজ। মাসির বাড়ির মন্দিরের পাশেই সমুদ্র। সেই সমুদ্রের ঢেউয়ের গর্জন এবং মন্দিরের কাঁসর-ঘণ্টা এখন মিলেমিশে একাকার।জগন্নাথের সেবায় এলাহি আয়োজন করেছে মাসির বাড়ি কর্তৃপক্ষ।
রোজ সকাল থেকে রাত্রি পর্যন্ত পাঁচবার ভোগ নিবেদন করা হচ্ছে প্রভু জগন্নাথকে। তিনি মিষ্টি খেতে খুবই ভালবাসেন। খুদের পিঠে তার অন্যতম পছন্দের খাবার। তাই রোজ মেনুতে থাকছে এই খুদের পিঠে।রোজ মন্দিরের সেবায়েতরা জগন্নাথের জন্য তৈরি করছেন বিশেষ এই খুদের পিঠে। সাত থেকে আটজন সেবায়েত রোজ বিকেলের মধ্যে এই পিঠে তৈরি করে চলেছেন।
এরপর সন্ধ্যায় ভোগে লুচি, পরোটার সাথে সাথে খুদের পিঠে অর্পণ করা হচ্ছে প্রভু জগন্নাথকে। প্রত্যেকদিন বিগ্রহকে নতুন নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে। দুপুর ১২টায় দেওয়া হয় বিশেষ রাজভোগ। সেই ভোগে থাকছে পাঁচ রকমের ভাজা, শুক্তো, ডাল ও পটলের তরকারি।
দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকছে মাসির বাড়ির দরজা। তখন বিশ্রাম নেন তিন ভাইবোন। এরপর তিনটে থেকে ফের খুলে যায় মাসির বাড়ির দরজা। সন্ধ্যায় অর্পণ করা হয় জগন্নাথের অন্যতম প্রিয় খুদের পিঠে।
যেহেতু খুদের পিঠে জগন্নাথের অন্যতম প্রিয় তাই রোজ তা অর্পণ করা হবে। মূলত এটি তৈরিতে চাল, দুধ, চিনি, মৌরি ও এলাচ ব্যবহার করা হয়। শয়নে যাওয়ার আগে দেওয়া হয় দুধ এবং ড্রাই ফ্রুটস।