নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: সোমবার ৮,জুলাই :: রাণাঘাটের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শতাব্দী মণ্ডল। সংসারের কাজকর্ম সামলেই গত তিন বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি কচিকাঁচাদের ছবি আঁকাও শেখান তিনি। বরাবরই অন্য কিছু সৃষ্টির ওপর ঝোঁক শতাব্দীর।
এর আগেও লাউয়ের ওপর দুর্গার মুখ এবং জীবন্ত কালী সাজিয়েও সমাজমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। তবে এবার সবকিছু থেকে একেবারে আলাদা। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মুখ ফুটিয়ে তুলতে বেছে নিয়েছেন প্রায় আড়াইশো গ্রাম ওজনের তিনটি আলু। সেগুলির ওপরেই রং-তুলি প্রসাধনীর নানা উপকরণ দিয়ে এঁকেছেন ত্রয়ী দেবতাদের। শুধু রঙের ছোঁয়ায় মুখের আদল তৈরি করাই নয়, সাজসজ্জার সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে তাদের।