নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ১৬,ডিসেম্বর :: ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাড়া পাড়ায় কানা দামোদর নদীর উপর | গত ৭ এপ্রিল ২০২৩ শ্রীরামপুরের সংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাত দিয়েই কানা দামোদর নদীর উপর সিমেন্টের সেতু নির্মাণের শুভ শিলান্যাস হয় ।
