কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ : বৃহস্পতিবার ২৮,ডিসেম্বর :: মালদা জেলা জগৎবিখ্যাত আমের জন্য। বিভিন্ন প্রজাতির আমের চাষ হয় গোটা জেলা জুড়ে। জিআই তকমাও পেয়েছে মালদা জেলার তিন প্রজাতি আম। তাই এবারে জগৎ বিখ্যাত মালদার আমের সুনাম অক্ষুন্ন রাখতে উদ্যোগী হল ভারত সরকারের একটি তেল সংস্থা। এই মর্মে জেলার আম চাষিদের নিয়ে মালদা শহরের গৌড় রোড এলাকায় অনুষ্ঠিত হলো এক সেমিনার।
উপস্থিত ছিলেন কৃষি গবেষক ডঃ দীপক নায়েক,জেলা কৃষি আধিকারিক সামন্ত লায়েক, মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা, সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ ভারতীয় ওই তেল সংস্থার কর্মকর্তারা। এই বিষয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, ইন্ডিয়ান অয়েল একটি নতুন কেমিক্যাল স্পে নিয়ে এসেছে। এই স্পে আম গাছে প্রয়োগ করা হলে আমের ফলন ভালো হবে।