নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: বৃহস্পতিবার ১,ফেব্রুয়ারি :: জঙ্গল ছেড়ে গ্রামে দেখা গেছে চিতাবাঘ। স্থান সেই পুরুলিয়ার কোটশিলা থানার সিমনি বিটের সিমনি গ্রাম। এমনই দাবী জেলা বন আধিকারিকের। আতঙ্কে গ্রামবাসীরা। গাভীর রাত্রে গ্রামেরই এক বাসিন্দা গ্রামের রাস্তায় চিতা বাঘটিকে দেখতে পান। এরপরই ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকরা পৌঁছায় । চিতাবাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করে।
প্রতিকী চিত্র :: সংবাদ প্রবাহ
রাতের সময় একলা বাড়ির বাইরে না বেরোনোর জন্য এবং জঙ্গলে একলা না যাওয়ার জন্য গ্রামবাসীদের সতর্ক করা হয়। জঙ্গল সংশ্লগ্ন গ্রামগুলিতে প্রচার পত্র বিলি করা হচ্ছে।পাশাপাশি মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে।বন দপ্তর সুত্রে খবর গত দু-মাস আগে গ্রাম ছেড়ে জঙ্গলের ভেতরে চলে যাওয়া গবাদি পশুর দেহ পড়ে থাকতে দেখা যায়।
জানা গিয়েছে, এর আগে একাধিকবার ঝাড়খণ্ড ঘেঁষা সিমনি জঙ্গলে গবাদি পশুর ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছে।২০২২সালে প্রথম বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় প্রথম চিতাবাঘের ছবি ধরা পড়ে।ঘটনায় আতঙ্ক দানা বেঁধেছে সিমনি জঙ্গল লাগোয়া গ্রামাঞ্চল গুলিতে।তবে ওই এলাকায় এখনও কোনো মানুষের উপর আক্রমন চালায়নি চিতাবাঘ।