সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বৃহস্পতিবার ২০,জুলাই :: ভোট মিটে গেলেও এখনো যেন আতঙ্ক পিছু ছাড়ছে ক্যানিংবাসীদের। ফের তাজা বোমা উদ্ধার হল ক্যানিং থেকে। উত্তর রেদোখালী গাজী পাড়া থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি তাজা বোমা। আনুমানিক দশ থেকে বারোটা বোমা উদ্ধার হয়েছে।
কয়েকদিন আগেই এখানে তৃণমূল নেতা নান্নু গাজী ওরফে নান্টু গাজীকে কুপিয়ে খুন করেছিল দুষ্কৃতীরা। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত মোতাহার গাজীর বাড়ির পিছনে গর্ত করে পোঁতা ছিল বোমা ভর্তি ড্রাম। বৃহস্পতিবার স্থানীয় বাচ্চারা খেলতে গিয়ে সেই বোমা দেখতে পায়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ক্যানিং থানার পুলিশ এসে বোমা গুলি উদ্ধার করে নিজেরাই পাশের পুকুরে ফেলে দিয়েছে। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। পাশাপাশি বম্ব স্কোয়াডকে খবর না দিয়ে কেন পুলিশকর্মীরা নিজেরাই বোমা জলে ফেললেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ইয়ার অফ গাজী তিনি জানান, বাচ্চারা যখন খেলতে গিয়েছিল তখন পরিত্যক্ত জঙ্গলে একটি ড্রাম দেখতে পায়। কৌতুহলবশত ড্রামটি খুলতে দেখতে পায় যে ১০ থেকে ১২ টি তাজা বোমা।
এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ এসে বোমা গুলিকে নিষ্ক্রিয় করার জন্য পুকুরে ফেলে দেয়। কিভাবে তাজা বোমা এলাকায় এলো তা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তবে কি এলাকায় আবারও নতুন করে অশান্তির ছড়ানোর জন্য এই বোমা মজুত করা হচ্ছিল তা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশি তদন্তের পর সত্যতা জানা যাবে।