দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: জঙ্গল মহলে স্থায়ত্ব শাসন এর দাবিতে ফের ঝাড়খন্ডি মানুষকে একত্রিত হয়ে আন্দোলনের ডাক দিলেন ঝাড়খন্ড অনুশীলন পার্টির সভাপতি আদিত্য কিস্কু। জঙ্গল মহলের মানুষ বর্তমান সরকারের সময়ও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এখান কার শিক্ষিত বেকার দের বদলে পূর্ব মেদিনীপুর এর বিজেপি নেতা শুভেন্দু তার পূর্ব মেদিনীপুর এর লোকেদের সমস্ত রকম বিভাগে চাকরি দিয়েছে।
কৃষি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের নিয়োগ ও অনান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত জঙ্গল মহল বাসী। তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এবং দুর্নীতির সমাধানে একমাত্র উপায় স্থায়ত্ব শাসন। সেটা আদায়ের লক্ষ্যে সমস্ত জঙ্গল মহলের ঝাড়খন্ডি মানুষের কাছে আজ সভা থেকে আন্দোলনের ডাক দেন আদিত্য বাবু।
সমস্ত ঝাড়খন্ড দলগুলিকে একত্রিত হয়ে এই আন্দোলনকে সহোযোগিতার আহহ্বান জানান । আগামী দিন আরো বড়ো করে কর্মসূচী গ্রহন করা হবে তাদের তরফ থেকে জানানো হয়। আজ ঝাড়গ্রামের একটি অতিথিশালায় ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিমমেদিনীপুরের একাংশের ব্লক স্তরীয় নেতাদের মিটিং এ ডাকা হয়।
উল্লেখযোগ্য ভাবে বেশির ভাগ ব্লকের সদস্যরা আজ এই মিটিং এ যোগদান করেন। যা ঝাড়খন্ডি নেতৃত্বের কাছে একটা বড় পাওনা। এবার লক্ষ্য ফের ঝাড়খন্ডি আন্দোলনকে শক্তিশালী করে দাবি আদায়ে সচেষ্ট হওয়া।