জঙ্গিযোগের কারনে গ্রেপ্তার বাংলার দুই বাসিন্দা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: আলকায়দার অর্ডার মেনে কাজ করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জঙ্গি কার্যকলাপ কাজ চালাত। মোট দুজন গ্রেপ্তার হয়েছে, একজন ডায়মন্ড হারবার থেকে আর একজন মুম্বাই    থেকে । সামির হোসেন শেখ বয়স ৩০ চাঁদনগরের বাসিন্দা। বাবা এবাদ আলী সেখ । আল কায়দার শাখা সংঘঠন কোয়াতুল হিন্দ এর সঙ্গে যুক্ত। বলে জানা গেছে এসটিএফ সুত্রে।

জিজ্ঞাসাবাদ চলছে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দে নেতৃত্বে ডায়মন্ড হারবার পুলিশ টিম ও এসটিএফ এর যৌথ অভিযানে নেতৃত্বে সমীর হোসেন শেখ কে গ্রেপ্তার করলো জঙ্গীযোগে গ্রেফতার হওয়া ডায়মন্ডহারবারের দুই বাসিন্দা। ধৃতরা ডায়মন্ড হারবার থানার দেউলপোতা এলাকার বাসিন্দা সমীর হোসেন শেখ ও পারুলিয়া কোষ্টাল থানা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন খান।

ধৃত সমীর হোসেন শেখের পরিবারের লোকজন জানায়, শুক্রবার রাতে পুলিশ বাড়িতে এসে সামির সেখকে গ্রেফতার করে। তবে কী কারনে তাদের ছেলেকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তারা কিছু জানেন না।

ছেলের জঙ্গীযোগ নিয়ে পরিবারের লোকজন জানায়, সামির সেখে বর্ধমানের মাদ্রাসায় পড়শোনা করত। পরে মেদিনীপুরের পাশকুড়াতে পড়াশোনা শেষ করার পর ডায়মন্ড হারবার থানার আব্দালপুরের একটি মসজিদে ইমামতি করতো।
তবে পরিবারের লোকজন জানায় তাদের ছেলেকে পুলিশ কেন ধরে নিয়ে গেছে তা জানেন না পাশাপাশি সে কোথায় আছে সে বিষয়েও তাদের কাছে কোনও খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + fourteen =