জনগর্জন সভার আগেই শাসক দলে ভাঙ্গন- রামনগরে ২০০ সংখ্যালঘু পরিবারের বিজেপিতে যোগদান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামনগর :: রবিবার ১০,মার্চ :: পূর্ব মেদিনীপুরের রামনগর বিজেপির কিষাণ মোর্চার সম্মেলনে ২০০ শত সংখ্যালঘু পরিবারের বিজেপিতে যোগদান নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী একটি সভায় তৃণমূল দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন প্রচুর সংখ্যালঘু মানুষ।

এদিন বিল্লোদল পুষ্টি, প্রদীপ কুমার জানা, সৌম্য পাত্র, শিবশঙ্কর আইচ, সঞ্জীব জানা, বামাপদ জানা, তাপস জানা, তপন কুমার মাইতির নেতৃত্বে প্রায় দুই শত পরিবার ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অরূপ কুমার দাস ও জেলা সাধারণ সম্পাদক ও কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় সৌমেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেয়।

সৌমেন্দু অধিকারী তাঁদের হাতে পতাকা তুলে দেন। স্বাভাবিক ভাবে লোকসভা নির্বাচনের আগে এতো বিপল সংখ্যক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেওয়ায় জেলা তথা রাজ্য রাজনীতিতে বিজেপির হাত শক্ত হবে বলেই রাজনৈতিক মহলের দাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + five =