নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগরদিঘি :: শনিবারে ২০,ডিসেম্বর :: মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির অনুপপুর গ্রামের নাফিসা খাতুন তার মাকে অনেক আগেই হারিয়েছে। দিন ছয়েক আগে তার বাবাও তাকে ছেড়ে চলে গেছে বর্তমানে সে অনাথ ।
আজ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের কাছে আসে নাফিসা খাতুন। সে তার দুঃখের কথা বিধায়ক বাইরন বিশ্বাস কে জানায় । সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার লেখাপড়া থেকে সমস্ত কিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।

