জনবসতি এলাকায় মদের ঠেকের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মহিলাদের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৩০,নভেম্বর :: : জনবসতি এলাকায় মদের ঠেকের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মহিলাদের। ইংরেজবাজার ব্লকের যদুপুর -২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর কাঁচা কালি থান সংলগ্ন এলাকায় মদের ঠেক বন্ধের দাবিতে বিক্ষোভ অবস্থানে সামিল হন এলাকার মহিলারা।

মদের ঠেকের সামনে প্রতিবাদ জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানসহ তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার নেত্রী ও গ্রামের মহিলারা। স্থানীয় মহিলাদের অভিযোগ, ঘনবসতি এলাকায় জোর করে মদের ঠেক খোলা হয়েছে। এর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে এলাকায়। ছোট ছোট ছেলেরা মদের নেশায় আসক্ত হচ্ছে।

মদ্যপদের অত্যাচারে গ্রামের মহিলারা বাড়ির বাইরে বেরাতে পারেন না। মদ খেয়ে পরিবারে অশান্তি করছেন গৃহকর্তারা। তারা মদের ঠেক বন্ধের দাবিতে গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষর করে অভিযোগ করেন। নিয়ম বহির্ভূতভাবে মদের ঠেক চালানোর অভিযোগ করেন তারা।

স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সনেকা মন্ডল জানান, পঞ্চায়েতের অনুমতি ছাড়াই ঘনবসতি এলাকায় জোরপূর্বক মদের ঠেক চালানো হচ্ছে। এর ফলে পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ তুলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =