নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়্নাগুড়ি :: শনিবার ০৩,জানুয়ারি :: জনবহুল গ্রামে লাইসেন্স প্রাপ্ত মদের দোকান তৈরি হওয়াকে কেন্দ্র করে স্থানীয় মহিলাদের বিক্ষোভ ও প্রতিবাদ। শুক্রবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বাজারে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন সোনারবাড়ি পল্লি গ্রামের মহিলারা।
এদিন কয়েক মিনিট ধরে অবরোধ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারী মহিলাদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেন। স্থানীয়দের দাবি, গ্রামের রাস্তার পাশে একটি ঘর নির্মাণ করা হয়েছে। সেই ঘরে সরকারি লাইসেন্স প্রাপ্ত মদ বিক্রি করা হবে বলে এমনটাই খবর পায় স্থানীয় গ্রামের মহিলারা।
গত দুদিন আগে স্থানীয়দের নজরে আসে মদ বিক্রি শুরু করেছেন এক ব্যক্তি। প্রথমে কেউ বুঝতে পারেননি যে মদের দোকান করা হচ্ছে।
এর আগে স্থানীয়রা জলপাইগুড়ি ডিএম, আবগারি দপ্তর, ময়নাগুড়ি বিডিও, ময়নাগুড়ি থানা-র কাছেও মদের দোকানের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছিলেন। তাতে কাজ না হওয়ায় এদিন পথ অবরোধ করেন তাঁরা।
এমন জনবহুল এলাকায় কোনওভাবেই তাঁরা মদের দোকান খুলতে দেবেন না বলে জানিয়েছেন। গ্রামের বাচ্চাদের পড়াশোনার ক্ষতির পাশাপাশি এলাকার পরিবেশ নষ্ট হবে বলে আশঙ্কা বাসিন্দাদের। রাস্তা অবরোধ করে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন জনবহুল এলাকায় যাতে মদের দোকান খোলা না হয়।

