জনশূণ্য গ্রামে লক্ষী পুজোর আয়োজন, আজকের দিনে একত্রিত হয় গ্রামের সমস্ত মানুষ কুলটির বেনাগ্রামে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেনাগ্রাম :: মঙ্গলবার ৭,অক্টোবর :: একসময় এই গ্রামে ছিলো মানুষের বসবাস!!রয়েছে এই গ্রামে এখনো পাকা বাড়িঘর। রয়েছে একটি লক্ষী মন্দির।কিন্তু এখন আর এই গ্রামে কেউ আর বসবাস করেনা কারণ বাড়িঘর গুলো প্রায় ভগ্ন দশা গ্রামে দীর্য প্রায় ২০ বছর থেকে বাস নেই গ্রামের মানুষদের।

ভূতের ভয়ে গ্রাম ছেড়ে চলে যায় গ্রামের মানুষ বলে গুজব ছড়ায়। আর এখানে বাস করেনা। এই গ্রামের বসবাস কারী মানুষরা তারা অনত্র জায়গায় বাড়িঘর করে বসবাস করছেন!!তবে আজকের দিনে লক্ষী পুজোর সময় গ্রামের মানুষেরা গ্রামে ফিরেন এবং গ্রামের লক্ষীপুজো করেন এইদিন সবাই একত্রিত হন।

দেখা হয় একে অপরের সাথে। লক্ষী পুজো অর্চনার শেষে ভোগ প্রসাদ খেয়ে আবার ফিরে যায় বর্তমান নিজেদের বাড়িতে । দৃশ্যটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বেনা গ্রাম। তবে এদিন গ্রামের বাসিন্দারা যানান কোনো ভূতের উপদ্রব নয় এটা গুজব ভূত বলে কিছু নেই

আমাদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার কারণ তখন পানীয় জল, বিদ্যুৎ, বাসস্ট্যান্ড রাস্তা ঘাট ছিলোনা তাই গ্রামের মানুষ এই বেনা গ্রাম ছেড়ে বর্তমানে অনত্র বসবাস করেছেন তবে লক্ষীপুজোর দিন সবাই এইদিন বেনাগ্রামে আসেন লক্ষীপুজোর দিন দেখা হয় গ্রাম ছেড়ে চলে যাওয়া একে অপরের সাথে । লক্ষীপুজো খুব ধুমধাম করে পুজো হয় বেনা গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − eight =