সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৯,মে :: জনসংযোগ বাড়ানোই লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণ করতে এবার থেকে শুরু হল শিলিগুড়ি পুরনিগমের ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি। মানুষের সঙ্গে আরও যোগাযোগ বাড়াতে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের সৌজন্যে শুরু হল ‘মানুষের কাছে চলো’ এই কর্মসূচি।
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়র পদে বসার পর থেকে সাধারণ মানুষের সাথে জনসংযোগে মন দিয়েছেন গৌতম বাবু্। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কার্যালয়ে বসে টক টু মেয়র করছিলেন গৌতম দেব। শিলিগুড়ির সাধারণ মানুষ সরাসরি কথা বলছেন মেয়রের সাথে। পাশাপাশি তুলে ধরছেন অভাব অভিযোগ ও সমস্যার কথা।
এবার সাধারণ মানুষের সাথে জনসংযোগ আরও নিবিড় করতে শুরু হল মানুষের কাছে চলো’ কর্মসূচি। যাতে করে মেয়র এবার থেকে পৌঁছে যাবে সকলের ঘরে ঘরে। আজ শনিবার এই কর্মসূচি শুরু হল শহরের ৩৯ নম্বর ওয়ার্ড থেকে। তিনি বলেন, “মানুষের কাছে পৌঁছাতে চাই। মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনতে চাই। তাই মানুষের কাছে চলো কর্মসূচি হবে”।