নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইটাহার :: শনিবার ২৯,মার্চ :: উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার প্রাক্তন বিধায়ক অমল আচার্য ও ইটাহার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আব্দুল সামাদের ডাকে বিরাট ইফতার মাহফিলের আয়োজন হয়েছিল ইটাহার হাই স্কুল ময়দানে।
আয়োজন হয়েছিল মাত্র ৫-৬ হাজার মানুষের জন্য কিন্তু প্রাক্তন বিধায়ক অমল আচার্যর দীর্ঘদিন রাজনৈতিক মঞ্চ থেকে সরে থাকা ও ইফতার উপলক্ষে নতুন করে মঞ্চে আসা, আলোড়ন সৃষ্টি করে দেয় ইটাহারের জন মানসে । বাঁধ ভাঙ্গা ঢেউ এর মত পিল পিল করে মানুষ আসতে থাকে অমল আচার্যর আহবানে।
চিত্র পরিচিতি :: বাঁধ ভাঙ্গা ঢেউ এর মত পিল পিল করে মানুষ আসতে থাকে অমল আচার্যর আহবানে।
সংখ্যাটা শেষে গিয়ে দাঁড়ায় কুড়ি থেকে পঁচিশ হাজার। যেন জনসভায় রূপান্তরিত হলো ইফতার পার্টি। তবে কি ইটাহারবাসী প্রিয় নেতাকে ফিরে পেতে চায় বিধায়ক হিসাবে ? পাশেই পথের সাথী বাসস্ট্যান্ডে ইফতারের আয়োজন করেছেন ইটাহারের বর্তমান তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন, অথচ সেখানে উপস্থিত মাত্র হাজার চারেক মানুষ।
২০১১সালে তৃণমূলের বিধায়ক হিসাবে পথ চলা শুরু হয় ভূমিপুত্র অমল আচার্যের। দশ বছরে ইটাহারের মানুষের কাছে জনদরদী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন অমল আচার্য কিন্তু কোন অজ্ঞাত কারণে তৃণমূল সুপ্রিমো তাকে সরিয়ে দিয়ে ২০২১ এর বিধানসভা নির্বাচনে টিকিট দেন মোশারফ হোসেন কে।
তারপর গত পাঁচ বছরে মানুষের ক্ষোভ পুঞ্জিভূত হয়েছে মোশারফ এর বিরুদ্ধে, তারই বহিঃপ্রকাশ ঘটল এদিন। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের ঝলক দেখা গেল এদিনের ইফতার পার্টিতে।