নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: বুধবার,০৭ জানুয়ারি :: বীরভূম জেলার রামপুরহাট বিধানসভা এলাকার বিনোদপুরে অনুষ্ঠিত ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির জনসভা শেষ করেই সোজা রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেখানে তিনি সদ্য সন্তানের জন্ম দেওয়া সোনালি খাতুনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জানা যায়, সোনালি খাতুন আগেই ইচ্ছা প্রকাশ করেছিলেন—তাঁর ছেলে বা মেয়ের নাম যেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন।সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সদ্যোজাত শিশুটির নাম রাখেন ‘আপন’। সন্তানের নাম পেয়ে আনন্দে আপ্লুত সোনালি খাতুন ও তাঁর পরিবার।
সাক্ষাতের সময় সোনালি খাতুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আরও একটি অনুরোধ জানান। তিনি বলেন, বর্তমানে যারা বাংলাদেশে রয়েছেন, তাঁদের যেন দ্রুত ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
তাঁর এই আবেদন মনোযোগ দিয়ে শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আশ্বাস দেন যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে ও খুব দ্রুত তাঁদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

