নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ৭,সেপ্টেম্বর :: আজ বৃহস্পতিবার শুভ জন্মাষ্টমীর দিনে বেলুড় মঠে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে কাঠামো পুজোর আয়োজন হয়। সকালে মঠের মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরের ডানদিকে কাঠামো পুজোর শুরু হয়।
কাঠামোটি ফুল দিয়ে সুসজ্জিতভাবে সাজিয়ে পুজো শুরু হয়। সন্ন্যাসী মহারাজরা এই পুজোয় নিযুক্ত আছেন। স্বামী বিবেকানন্দের হাত ধরেই বেলুড় মঠে দুর্গোৎসবের সূচনা হয়েছিল। বেলুড় মঠে দুর্গাপুজোর ঢাকের কাঠি পড়লো আজ থেকেই