সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৭,আগস্ট :: আজ জন্মাষ্টমী, নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে আজকের দিনে ধরিত্রীতে আবির্ভূত হয়েছিলেন। জন্মাষ্টমী মহোৎসবকে ঘিরে গোটা দেশে সাজো সাজো রব। শিলিগুড়ির ইসকন মন্দির এক অপূর্ব নৈসর্গিক চিত্রের রূপ নিয়েছে।
শিলিগুড়িতে প্রত্যেক বছর ধুমধাম করে উদযাপন করা হয়ে থাকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবের। এদিনও সকাল থেকে জন্মাষ্টমী কে ঘিরে উৎসবমুখর বাতাবরণ সৃষ্টি হয় শিলিগুড়ি ইসকন মন্দিরে। সকাল থেকেই ভক্তদের আগমন ছিল উল্লেখযোগ্য।
বিকেল গড়িয়ে সন্ধ্যে নামতে যেন ভক্তদের ঢল নামে শিলিগুড়ি ইসকন মন্দিরে। দূরদূরান্ত থেকে অগণিত ভক্তদের সমাবেশ লক্ষ্য করা যায় এদিন।
এদিন বিভিন্ন গৃহস্থ বাড়িতেও জন্মাষ্টমী মহোৎসবকে ঘিরে ছিল এক উৎসবমুখর পরিবেশ। গোপালের জন্মদিন পালন করা হয় বিভিন্ন গৃহস্থ বাড়িতে। সব মিলিয়ে অসাধারণ অপূর্ব বাতাবরণ।

