সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: দার্জিলিং জেলা প্রশাসন,শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে প্রথম বর্ষ তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল – এর আনুষ্ঠানিক শুভ সূচনা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।
প্রচুর মানুষ জমায়েত হয়েছেন তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল দেখতে। এই প্রথমবার এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রথমবার অনুষ্ঠিত হলেও মানুষের মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে এবং প্রচুর মানুষ এই ফেস্টিভাল দেখবার জন্য সেবক মোড় সংলগ্ন এলাকায় জমায়েত হয়েছেন।