নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দমদম :: শনিবার ২৬,অক্টোবর :: বয়স যতই হোক না কেন। তিনি যে সাংসদ। কাঁধে অনেক দায়িত্ব। তাই ডানার দাপটে নিজের লোকসভা কেন্দ্র জুড়ে কোথায় কিরকম পরিস্থিতি তা নজরদারি রাখতে নিজেই বেরিয়ে পড়লেন।
ঘরের দুয়ারে জল। তাই নিজের জুতো হাতে নিয়ে জল পেরিয়ে গাড়িতে চেপে বেরোলেন ডানার প্রভাবে নিজের কেন্দ্রের পরবর্তী পরিস্থিতি দেখতে ।
ঘরের দরজা খুলতেই হাঁটু সমান জল। তবুও নিজেকে ঘরবন্দী রাখেননি সাংসদ। সকাল সকাল বৃষ্টি কমতেই এক হাঁটু জল পেরিয়ে বেরোন এলাকার খোঁজ খবর নিতে। এমনকি নিজের কানে শুনে সেখানে পৌঁছে গিয়ে সাহায্যের হাতও বাড়িয়ে দেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়।