নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যান্ডেল :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: জমিয়ে ঠান্ডার মধ্যেই বড়দিনের উৎসবে সরগরম হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ। রাতে বিশেষ প্রার্থনার পর খুলে দেওয়া হয় ‘ক্রিপ’, যেখানে বিভিন্ন মডেলের মাধ্যমে প্রভু যীশুর জন্মকথা তুলে ধরা হয়েছে। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ২৫ ডিসেম্বর যীশুর জন্মদিন হওয়ায় এই দিনটি খুশির দিন হিসেবে পালন করা হয়।
হুগলি জেলা ও ভিন জেলা থেকে আগত পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায় ব্যান্ডেল চার্চ চত্বরে। তবে অতিরিক্ত ভিড় ও পূর্বের একটি দুর্ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের নির্দেশে ২৫ ডিসেম্বর ও পয়লা জানুয়ারি—এই দু’দিন চার্চের মূল গেট বন্ধ রাখা হয় । অন্যান্য দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত চার্চ খোলা থাকে।
বড়দিন উপলক্ষে চার্চের সামনে ও পিছনের মাঠে বসেছে মেলা। গঙ্গার ধারে খোলা মাঠেও চলছে পিকনিক ও কেনাকাটার হিড়িক। পাকোড়া ভাজা থেকে শুরু করে নানা খাবারের আয়োজন—সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থার কড়া পাহারায় আজ উৎসবমুখর ব্যান্ডেল চার্চ এলাকা।

