নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২১,ফেব্রুয়ারি :: জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠল পি এইচ ই দপ্তরের বিরুদ্ধে।জমির ফসল নষ্ট করে চলছে পি এইচ ই পাইপ লাইনের কাজ এমনটা অভিযোগ,বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের শামসাবাদ গ্রামে।
বামনগোলা ব্লকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে বিভিন্ন এলাকায় চলছে পাইপলাইনের কাজ।সেই কাজ চলাকালীন কৃষি জমির ফসল নষ্ট করার অভিযোগ পি এইচ ই (PHE) দপ্তরের বিরুদ্ধে জেলা জুড়ে চলছে পানীয় জলের পাইপলাইনের কাজ ।
আর সেই কাজ চলাকালীন প্রায় ১০ থেকে ১৫ জনের কৃষকের সরিষা থাকাকালীন তাদের জমিতে পি এইচ ই দপ্তরের ঠিকাদার জোরজবস্তি চাষের জমির মধ্যে পাইপ লাইনের কাজ শুরু করে। যার ফলে ওই এলাকার কৃষকের জমির সরিষা নষ্ট হয়ে যায়।
কৃষকদের অভিযোগ জমিতে পাইপলাইন করার জন্য বারণ করা হয়েছিল কিন্তু তাদের কথা না শুনেই চাষের জমির মধ্যে দিয়ে জেসিবি নামিয়ে পাইপ বসানোর কাজ শুরু করে পি এইচ ই দপ্তরের ঠিকাদার সংস্থা। যার ফলে জমিতে থাকা ফসল নষ্ট হয়ে যায়
লিখিতভাবে বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানানো হলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
এ বিষয়ে বামনগোলা বিডিও মৌখিক ভাবে জানিয়েছেন, আমাদের কাছে খবর লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন কৃষকেরা, আমরা এ বিষয়ে পি এইচ পি দপ্তরে জানিয়েছি তারা জমির মালিকপক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করবেন। এ বিষয়ে পি এইচ ই ঠিকাদার সংস্থার কোন বক্তব্য পাওয়া যায়নি।