নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পলতা :: উত্তর বারাকপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে পলতা কল্যাণগড় এলাকার বাসিন্দা শংকর মন্ডল নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর দুটো হাত পা ভেঙে দেয় এলাকার কিছু দুষ্কৃতীরা। ২০২১ সালে ১১ই ফেব্রুয়ারি ২ কাঠা 4 ছটাক জমি কেনেন শংকর মন্ডল তার স্ত্রীর নামে২২লক্ষ টাকা দিয়ে এলাকারই একজন জমি বিক্রেতার কাছ থেকে।
সেই জমিতে তিনি যখন প্রাচীর তুলতে যান শঙ্কর মন্ডল তখন তিনি জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন অন্য একজনের জমি দেখিয়ে কাগজপত্র নকল করে তার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর যিনি জমি বিক্রি করেছিলেন সুব্রত কুমার দে নামে এক ব্যক্তি।
তার কাছে টাকা ফেরত চাইলে দীর্ঘদিন ঘোরাবার পর সোমবার তাকে টাকা ফেরত দেওয়ার কথা বলে পলতায় বাদামতলা মোড়ের কাছে ডেকে পাঠান সুব্রত দে। সেইমত শংকর বাবু বাদামতলা গেলেই তাকে সুব্রতদের পাঠানো কয়েকজন যুব যুবক তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। দুই হাতের হাড় ভেঙে গুঁড়িয়ে যায়, ভেঙে যায় পা মাথায় ও চোখে গুরুতর আঘাত লাগে।
কলকাতার আরজিকর হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার কথা জানিয়ে নোয়াপাড়া থানায় একটি এফআইআর করেন শংকর বাবু। কিন্তু পুলিশ এখনো কোনো রকম ব্যবস্থা নেয়নি আশঙ্কায় দিন কাটাচ্ছেন শংকর বাবু ও তার পরিবার। এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেন জমি বিক্রেতা।
তিনি বলেন আমি যাকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছি ঠিকই কিন্তু আমি এ ধরনের ঘটনা বা মারধর করিনি। এটি অন্য কোন ঘটনা আমার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।