জমি জটে আটকে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজ,আন্দোলনে নামার হুঁশিয়ারি আদিবাসী সংগঠনের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শুক্রবার ১৮,এপ্রিল :: জমি জটে আটকে গিয়েছে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজ।প্রায় ৬য় মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে পথশ্রী প্রকল্পের কাজ।কাঁকসার মলানদীঘি পঞ্চায়েতের আকন্দরা গ্রাম রাস্তা নির্মাণের কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সেখানকার মানুষেরা।

জানা গিয়েছে এলাকার বাসিন্দা সামু মিদ্যার বাড়ি থেকে ফুটবল খেলার মাঠ পর্যন্ত একটি ঢালাই রাস্তার বরাত দেওয়া হয় এক ঠিকাদার কে মাস ছয়েক আগে। কাজও শুরু হয়।

কিন্তু আচমকা একদল মানুষ দাবি করে বসেন পথশ্রী প্রকল্পের এই সরকারী রাস্তার মধ্যে তাদের ব্যাক্তিগত জমি পড়ে গিয়েছে। সুতরাং সেই জটিলতা কাটিয়ে তার পরেই রাস্তার কাজ শুরু করতে হবে।

এইদিকে রাস্তার কাজ বন্ধ করা যাবে না।এতে উপকৃত হবে সাধারণ মানুষ। পাল্টা দাবি জানায় এলাকার আদিবাসী ও বাউরি সমাজের একাংশ।দুই পক্ষের এই বাদানুবাদে বন্ধ থাকে কাজ।পরিস্থিতির সামাল দিতে আসরে নামে পুলিশ।

পুলিশের সামনেই শুরু জমি মাপার কাজ।একদিকে অহেতুক পাকা রাস্তা তৈরীর কাজ বন্ধ করা যাবে না বলে হুশিয়ারী দেয় এলাকার বেশ কিছু মানুষ। অন্যদিকে জমির এক দাবিদার স্পষ্ট জানিয়েছেন,জমির জটিলতা কাটাতে হবে নচেৎ রাস্তার কাজ শুরু করতে দেওয়া হবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 17 =