জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে ভাইপোর হাতে খুন হলো কাকা।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ : বজবজ :: ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত বুইতা গ্রাম পঞ্চায়েতের আলমনগরের ঘটনা। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে ৫৩ বছর বয়সী ধনঞ্জয় কোড়া গতকাল রাতে তাদের পৈত্রিক জমি থেকে ধনেপাতা আনতে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘক্ষন হয়ে গেলেও ধনেপাতা নিয়ে তিনি আর ঘরে ফিরছিলেন না। ধনঞ্জয় বাবুর ছোট ছেলে হঠাৎ শুনতে পায় বাড়ির বাইরে চেচামেচির আওয়াজ।

কৌতূহলবশত গিয়ে দেখতে পায় তার নিজের জ্যাঠতুতো ভাই জয়ন্ত ধারালো অস্ত্র নিয়ে তার নিজের মোটরসাইকেল চালিয়ে খুব দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু বাবা কোথায় খোঁজ করতে গিয়ে দেখতে পায় বাড়ি সংলগ্ন একটি ডোবার কাছে তার বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

সঙ্গে সঙ্গেই সে তার প্রতিবেশীদের সাহায্যে বাবাকে খড়িবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত বলে ঘোষণা করে।

                                                                                                         বিজ্ঞাপন

বজবজ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নিয়ে যাওয়ার পাশাপাশি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করেছে। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত জয়ন্ত কোড়া পলাতক, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =