নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৩,মার্চ :: জমি জায়গা বিবাদের জেরে আহত বেশ কয়েক জন। একজনকে রেফার করা হল কলকাতায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার অন্তর্গত রসুলপুরের উরালা এলাকায়।
জানা যায় এদিন উরালা এলাকার বাসিন্দা তার নিজস্ব জমিতে গেলে ওই এলাকারি একটি পরিবারের লোকজন তাদের কে আচমকা মারধর শুরু করে। আচমকা মারধরের ঘটনায় হকচকিয়ে যান এই ব্যাক্তিরা। ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে ওই জায়গা টি তাদের বলে দাবী করছেন। যদিও অভিযুক্ত দের কাছে জমি সংক্রান্ত কোন বৈধ নথি নেই, যদিও আক্রান্ত হওয়া পরিবারের কাছে বৈধ নথি রয়েছে বলে দাবি পরিবারের।
মারধরের ঘটনায় স্থানীয়রা উদ্ধার করে মেমারী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হলেও ২ জনের অবস্থা সংকট জনক হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
সেখানে ভর্তি থাকা অবস্থায় আরও একজন এর অবস্থা সংকটজনক হওয়ার তাকে কলকাতায় এনআরএস -এ রেফার করা হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় পুলিশ পিকেট রাখা হয়েছে। ঘটনায় একজনকে আটক করেছে মেমারি থানার পুলিশ। বাকি অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।