জমি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হল মায়াপুর ইসকনের প্রাক্তন চিফ কো অর্ডিনেটর জয়ন্ত সাহা ওরফে জগদআর্তিহা দাস।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: শনিবার ৩,আগস্ট :: জমি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হল মায়াপুর ইসকনের প্রাক্তন চিফ কো অর্ডিনেটর জয়ন্ত সাহা ওরফে জগদআর্তিহা দাস। মায়াপুর বামনপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নবদ্বীপ থানায় অভিযোগের ভিত্তিতে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ।

তবে সূত্রের পাওয়া খবর অনুযায়ী তিনি জমির চরিত্র বদল না করেই বিদেশীদের কাছে জমি বিক্রি করেছেন বলে অভিযোগ। এ বিষয়ে রাজ্য কৃষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার বলেন, দীর্ঘ ১২ বছর আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে হঠাৎ করে এখন কেন গ্রেফতার তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

শুধু তাই নয় তিনি হিন্দু ধর্ম রক্ষার্থে বিভিন্ন রকম কর্মসূচিতে যোগ দিয়েছেন এমনকি কার্তিক মহারাজের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যখন নির্বাচনী প্রচারে আক্রমণ করেছিলেন তখন প্রতিবাদী মুখ ছিলেন এই ইসকন ভক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + six =