নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শনিবার ১২,জুলাই :: জমি বিবাদকে কেন্দ্র করে উভয় পক্ষের আহত ছয় । ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে আজ দুপুর নাগাদ ওকড়াবাড়ির কাওরাই এলাকায় দুটি পরিবারের মধ্যে জমি বিবাদ কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একটি জমির দখল কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুটি পরিবারের মধ্যে ঝামেলা চলছিল।আজ সেই জমির মীমাংসা করতে এলাকায় পৌঁছায় ব্লক ভূমি সংস্কার দপ্তরেরকর্মীরা সেই সময় দুই পরিবারের মধ্যে বাদানুবাদে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি । একে অপরের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে লাঠি সোটা নিয়ে তেড়ে আসে উভয়ের বিরুদ্ধে ।
এই ঘটনায় উভয় পক্ষের ছয় জন ব্যক্তি গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হলেও বর্তমানে উভয় পক্ষের পাঁচ জন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।