নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ : শনিবার ১১,অক্টোবর :: মানিকচকের মথুরাপুর সুভাষ কলোনী এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে মামার হাতে খুন ভাগ্নে। মৃত যুবকের নাম হিরেন কুণ্ডু(২৪)।
ঘটনা সম্পর্কে জানা গেছে শুক্রবার সকাল ১০ টা নাগাদ রাজা মন্ডলের বাড়ির সামনে ইট ফেলাকে কেন্দ্র করে তার সৎ দাদা জীবন মন্ডলের সাথে বচসা বাধে।
বচসা একসময় পৌঁছায় হাতাহাতিতে সেই সময় জীবন মন্ডলকে হাঁসুয়া দিয়ে মারতে উদ্যত হয় রাজা। সেই সময় জীবন মণ্ডলকে বাঁচাতে তার ভাগ্নে হিরেন কুণ্ডু গেলে হাসুয়ার কোপ বসে তার মাথায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মানিকচক ও পরে মালদহ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তার। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত রাজা মন্ডলকে মানিকচক হাসপাতাল থেকে আটক করে মানিকচক থানার পুলিশ।