নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: বৃহস্পতিবার ৩১,জুলাই :: বুধবার সকালে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের খলিসামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনার চালন এলাকায় জমি নিয়ে দুই পরিবারের মধ্যে ব্যাপক বিবাদ হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এমত অবস্থায় ঘটনাস্থলে এসে উপস্থিত হয় শীতলকুচি থানার পুলিশ।সেই সময় তাদের জমি সংক্রান্ত বিবাদ থামাতে গেলে শীতলকুচি থানার এ এস আই মনোজ পালকে ২ পরিবারের লোকজন কাদায় চুবিয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। এরপর অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে বলেও সূত্র মারফত খবর।
ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সূত্র মারফত জানা যায় জোবেদ আলী নামে এই ব্যক্তি এই পুলিশকে চুবিয়ে মারার চেষ্টা করেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে শীতলকুচি থানায়। যদিও বর্তমানে তিনি পলাতক। ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে।