জমি বিবাদের জেরে হাতাহাতি হাসনাবাদ বিএল আর ও অফিসে। দুই মহিলা সহ তিনজন গুরুতর জখম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: সোমবার বেলা এগারোটা নাগাদ উত্তেজনা ছড়ায় হাসনাবাদ বি এল আর ও অফিসে। জানা যায় আমলানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তকিপুরের বাসিন্দা রাজেশ দাসের জমি সংক্রান্ত ব‍্যাপারে সুরাহা করতে হাসনাবাদ সমষ্টি ভূমি সংস্কার আধিকারিক এর কাছে দারস্ত হয়।

সেই মতন বিএলআর অফিসার গত পাঁচ তারিখে বাদী বিবাদী দুই পক্ষকে অফিসে হাজির হতে নির্দেশ দেয়। কিন্তু বিবাদীপক্ষ সেদিন হাজির হয়নি। এরপর রাজেশ দাস জানতে পারে এই জমি ১৫ দিনের মধ্যে অন্য নামে রেকর্ড হয়ে গেছে।

এই ঘটনার বিস্তারিত জানতে এদিন সোমবার রাজেশ দাস সহ তার দিদিরা হাসনাবাদ সমষ্টি ভূমি সংস্কারের আধিকারিক এর অফিসে আসে কিন্তু ভূমি দপ্তর অফিস থেকে তাদেরকে বার করে দেওয়া হয় এবং মহিলাদের মারধর করা হয় দুই মহিলা সহ তিনজন গুরুতর জখম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =