জমি বিবাদের রক্তক্ষয়ী পরিণতি, ঘুমের মধ্যেই প্রাণ গেল ১২ বছরের কৌসেরার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: সোমবার ১৫,ডিসেম্বর :: উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অন্তর্গত ঝলঝলি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিনের এলাকা দখলের লড়াই এবার ভয়াবহ রূপ নিল।

অভিযোগ, গভীর রাতে নুর আলম ও তার অনুগামীরা বোমাবাজি ও গুলি চালিয়ে মহম্মদ জাহিদ আলমের বাড়িতে হামলা চালায়।প্রাণ বাঁচাতে জাহিদ আলম পালিয়ে গেলেও রক্ষা পায়নি তার একমাত্র ১২ বছরের নাবালিকা মেয়ে কৌসেরা বেগম। অভিযোগ, ঘুমন্ত কৌসেরাকে ঘর থেকে তুলে ছররা গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিদের খোঁজে চলছে তল্লাশি। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট, এখনো থমথমে ঝলঝলি গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − two =