নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: রবিবার ২৮,মে :: জমি সংক্রান্ত বিবাদের জেরে চরম উত্তেজনা ভাটপাড়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কুলি ডিপো এলাকায়। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছয় যেখানে দু পক্ষের মধ্যে মারামারিতে ৬ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।
জানা গিয়েছে পুরসভার দু নম্বর ওয়ার্ডের আঠাশ কাটা একটি জমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মারফত নিলামে হস্তান্তর হয় স্থানীয় কাউন্সিলর গোপাল রাউতের নামে। তারপর আজ সেই জমিতে বসবাসকারী দীর্ঘদিনের বাসিন্দারা নিজেদের জমি ঘেরার কাজ শুরু করে।
তখনই অভিযোগ ওঠে স্থানীয় কাউন্সিলার গোপাল রাউত তার দলবল নিয়ে গিয়ে আচমকা ওই এলাকায় বসবাসকারী লোকজনকে মারধর করেছে।
যার ফলে ব্যস্ততম ৮৫ নম্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ। যদিও বিষয়টি নিয়ে বলতে গিয়ে স্থানীয় কাউন্সিলর গোপাল রাউত বলেন, আমি দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দাদের সাথে জমি নিয়ে কথা বলেছি।
কিন্তু আজ সমস্যা সমাধানের জন্য গেলে ওই এলাকার লোকজন অতর্কিত হামলা চালায়। আমি ওই জমিটি কিনেছি। কেউ বা কারা জোর করে ওই এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে।