নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: শনিবার ৩০,আগস্ট :: জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় ফের এনকাউন্টার ছড়াল চাঞ্চল্য। শনিবার ভোরে নিরাপত্তা বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে মৃত এক কুখ্যাত জঙ্গি, যার পরিচয় বাগু খান বলে জানা গিয়েছে।
তাকে নিরাপত্তা মহল “হিউম্যান জিপিএস” নামেই চিনত। সূত্রের দাবি, ভূগোল ও দুর্গম পাহাড়ি এলাকার খুঁটিনাটি সম্পর্কে অগাধ জ্ঞানের জেরে সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের চলাফেরা সহজ করত বাগু |সেনা ও পুলিশের যৌথ অভিযানে তার অবস্থান নিশ্চিত করে ঘিরে ফেলা হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর বাগু খান গুরুতর জখম হয়। তাকে চিকিৎসার জন্য সেনা হাসপাতালের ক্যাম্পে নিয়ে যাওয়া হয় কিন্তু সর্ব শেষ সংবাদ অনুযায়ী বাাগু খান এনকাউন্টারে মারা গেছে ।
নিরাপত্তা বাহিনীর দাবি, ওই জঙ্গি বহুবার জঙ্গি দলে গাইডের কাজ করেছে এবং সাম্প্রতিক একাধিক অনুপ্রবেশে তার ভূমিকা ছিল। অভিযানের পর গোটা এলাকায় তল্লাশি চলছে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত ঘেঁষা এলাকায় জঙ্গি গাইড ও মদতদাতাদের উপর নজরদারি আরও জোরদার করা হবে।