নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: বুধবার ২৭,আগস্ট :: প্রকৃতির ভয়াল রূপে বিপর্যস্ত পরিস্থিতি গোটা জম্মু-কাশ্মীর জুড়ে। অবিরাম বর্ষণ, ভূমিধস বৈষ্ণোদেবী রুটে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে ৩১ হয়েছে । আহত হয়েছেন অন্ততপক্ষে ২৩ জন। প্রায় গোটা জম্মু-কাশ্মীর জুড়ে প্রকৃতির তান্ডব লীলা চলছে।
আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ধসের কারণে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছেন। বৃষ্টির ধারা এখনো অবিরাম চলছে। তার মধ্যেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কার্য চালাচ্ছেন উদ্ধার বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার দুপুর নাগাদ ইন্দ্র প্রস্থ ভোজনালয়ের কাছে ধস নামে। আচমকাই পাহাড় থেকে পাথর নেমে আসতে দেখে আতঙ্কিত হয়ে ওঠেন পুণ্যার্থীরা। অনেকেই ধসের নিচে চাপা পড়ে যান।
গতকালের ছয় জনের মৃত্যুর খবর মিলেছিল, বুধবার মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। আশঙ্কা প্রকাশ করা হয়েছে এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে।
প্রাকৃতিক বিপর্যয় দরুন বেসামাল অবস্থা, সেই জন্য বৈষ্ণোদেবী তীর্থ কর্তৃপক্ষ আপাতত বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ রাখার বিষয় জানিয়েছে। মঙ্গলবার কাশ্মীরের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছিল।
গতকাল মেঘভাঙ্গা বৃষ্টির কবলে পড়েছিল ডোডা। সেই কারণে নামে হড়পা বান। হড়পা বানের কারণে ডোডা জেলার একাধিক সড়ক বিপর্যস্ত।
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভূমিধসের আতঙ্কের কারণে বন্ধ রাখা হয় জম্মু শ্রীনগরের জাতীয় সড়ক। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় জম্মু-কাশ্মীরের প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে