জয়দেব মেলার আগে তোলপাড় এলাকা। এক ঘন্টা ধরে অবরোধ গুরুত্বপূর্ণ রাস্তা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার৩১,ডিসেম্বর :: জয়দেব মেলার আগে অস্থায়ী সেতুর অনুমতি মেলেনি। সেই নিয়েই ক্ষুব্ধ কাঁকসার বিদবিহারের মানুষজন। এবার বিদবিহার থেকে জয়দেব কেন্দুলি যাওয়ার সংযোগকারী অজয়ের ওপর অস্থায়ী সেতুর দাবিতে বিক্ষোভে বিজেপি।

তাদের বিক্ষোভে সামিল হল এলাকার মানুষজনও। চরম উত্তেজনা। গলসির বিধায়ক নেপাল ঘড়ুই নিখোঁজ বলেও স্লোগান দিতে থাকেন।

বিজেপি নেতা জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন,”প্রশাসন আশ্বাস দিয়েছিল অস্থায়ী সেতু তৈরীর। কিন্তু শেষ মুহূর্তে অস্থায়ী সেতু তৈরীর অনুমতি বাতিল করা হলো। তারই প্রতিবাদে আমাদের এই এই অবরোধ।”

মন্ত্রী প্রদীপ মজুমদার এখন কোথায় গেল? কোথায় গেল নেপাল ঘড়ুই? অস্থায়ী সেতু তৈরীর কাজ শুরু না হলে ধারাবাহিকভাবে অবরোধ চলবে।” যদিও বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন,”আন্দোলন যে কেউ করতে পারে তাদের অধিকার আছে।

তবে আমরাও শেষ পাওয়া খবর পর্যন্ত জেনেছি অজয়ের রাস্তায় সেতু হচ্ছে না। সেই জন্য মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। পঞ্চায়েতেও সেই আঁচ পড়তে পারে। আমরাও চাইছি যাতে অস্থায়ী সেতু নির্মাণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =