জয়নগরের পর এবার বারুইপুরে কুপিয়ে খুন হল তৃণমূল কর্মী

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর    :: রবিবার ১৭,ডিসেম্বর ::   জয়নগরের পর এবার বারুইপুর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা।  এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত বলবন এলাকায়। তৃণমূল কর্মী সইদুলকে খুনের অভিযোগ উঠেছে বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সাইদুল শেখ (৩৬)। সাইদুল পেশায় গাড়ির চালক। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ শনিবার বাড়ির পাশে একটি জায়গায় গাড়ি রাখা কে কেন্দ্র করে প্রতিবেশী বেশ কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় সাইদুলের।
এরপর বেশ কয়েকজন সাইদুল কে বেধড়ক মারধর করে এমনকি সাইদুলের পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সাইদুল এরপর সাইদুলের পরিবারের লোকজনেরা সাইদুলকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে ভর্তি করে।
রবিবার বারুইপুর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাইদুলের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সাইদুলের পরিবারের দাবি, সাগির, আজিজুল, সাদ্দাম ও তার দলবলেরা সাইদুল কে পরিকল্পনা করেই খুন করেছে।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী জানান, গতকাল একটি জমি বিবাদকে কেন্দ্র করে সাইদুল শেখ নামে এক ব্যক্তি মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বেশ কয়েকজনের নামে। এই খুনের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + fifteen =