জয়নগরে জলবন্দী ১৫০ পরিবার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: রবিবার ০১,অক্টোবর :: নিম্নচাপ ও টানা বৃষ্টির জেরে জলবন্দী জয়নগরের প্রায় ১৫০ টি পরিবার। নিকাশী নালা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, কার্যত বেহাল নিকাশি-নালাকে দায়ী করেছে এলাকাবাসী। এই জল যন্ত্রণার ছবি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের হরিনারায়নপুর গ্রামে।

স্থানীয়দের দাবি দীর্ঘ দিন ধরে স্থানীয় প্রশাসনকে নিকাশী নালা সংস্কারের কথা বললেও সেই কথাতে কার্যত কর্ণপাত করেনি স্থানীয় পঞ্চায়েত। কার্যত শুক্রবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় নিম্নচাপের কারণে শুরু হয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত। আর এই টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন এলাকা।

জয়নগরের হরিনারায়ণপুর এলাকার জলছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। কোনটা রাস্তা বা কোনটা জলাশয় সেটা বোঝার কোন উপায় নেই কার্যত জয়নগরের হরিনারায়নপুর এলাকা বলা যেতেই পারে জলের তলায়। জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে বহু গ্রামবাসীর বাড়িতে জল ঢুকে গিয়েছে। জল ঢুকে যাওয়ার কারণে আতঙ্কিত হয়ে রয়েছে গ্রামবাসীরা।

যদিও এই বিষয় হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষার কর্মাধ্যক্ষ মানস নষ্কর তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে খুব শীঘ্রই সাধারণ মানুষের এই সমস্যার আমরা সমাধান করব। কয়েক দিনের মধ্যেই পঞ্চায়েতে তরফ থেকে ওই এলাকার বেহাল নিকাশি নালা সংস্কারের কাজ শুরু হবে। নিম্নচাপ আর টানা বৃষ্টির কারণে এই সমস্যায় মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা সাধারণ মানুষের এই সমস্যা অতি দ্রুততার সাথে সমাধান করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 15 =